News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২৪ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার      

নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
মূলপাতা
বাংলাদেশ ১৯৭১ শীর্ষক সেমিনার হলো কীন বিশ্ববিদ্যালয়ে প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০০৯

গত ১৮ অক্টোবর নিউ জার্সীর কীন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস ইনস্টিটিউটের উদ্যোগে "বাংলাদেশ ১৯৭১: যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ" শীর্ষক দিনব্যাপী সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান নিয়ে নিউজ বাংলার বিশেষ প্রতিবেদন আগামীকাল প্রকাশিত হবে।

আলোকচিত্র প্রদর্শনী থেকে:
কীন ইউনিভার্সিটিতে গণহত্যা নিয়ে গবেষণারত ঐতিহাসিকবৃন্দ, মানবাধিকার ইন্সটিটিউট এবং বাংলাদেশ স্টাডি গ্রুপের শিক্ষক-কর্মকর্তা, একাত্তরের গণহত্যার প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যরা, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান শাহরিয়ার কবীর, ঢাকাস্থ মুক্তিযুদ্ধ যাদুঘরের পরিচালক মফিদুল হক, ভয়েস অব আমেরিকার ভাষ্যকার আনিস আহমেদ, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সমর্থনে অসাধারণ ভূমিকা পালনকারী ড. শেলী ফেল্ডম্যান এই সেমিনার ও আলোচনা প্যানেলে অংশ নেন। কীন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড: দাউদ ফারাহীর স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এই সেমিনারে ডিসি মেট্রো থেকে অনেকেই যোগ দেন।

এই সেমিনার লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হয়। অনুষ্ঠানে উপস্থাপিত বক্তব্যের লিখিত ও অডিও-ভিডিও লিংকের জন্য নিউজ বাংলার দিকে নজর রাখুন।

 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স


পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

ডঃ আনু মোহাম্মদের সাথে আলাপচারিতা

সম্প্রতি উত্তর আমেরিকা সফর করে গেলেন বাংলাদেশের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ডঃ আনু মোহাম্মদ। বস্টনের  MIT তে Globalization and People’s Movement : From Bangladesh to Colombia শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এ ছাড়া তিনি ওয়াশিংটন, ফ্লোরিডা এবং টরন্টোসহ বিভিন্ন রাজ্য সফর করেন। ওয়াশিংটনে সফর কালে নিউজ-বাংলার সম্পাদকের আমন্ত্রনে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে এক ঘরোয়া সমাবেশে অংশ গ্রহন করেন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates