News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২০ ফেব্রুয়ারী ২০১৮, মঙ্গলবার      
মূলপাতা arrow খবর arrow বিদেশ arrow শীর্ষ এক শতাংশ ধনীর হাতে বিশ্বের অর্ধেক সম্পদ
শীর্ষ এক শতাংশ ধনীর হাতে বিশ্বের অর্ধেক সম্পদ প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

বিশ্বজুড়ে অসমতা বাড়ছে। ধারণা করা হচ্ছে ধনী-গরীবের বৈষম্য গত এক শতাব্দির ভেতর বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ক্রেডিট সুইসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ এক শতাংশ ধনীর হাতে রয়েছে বিশ্বের অর্ধেকের বেশি (৫০.১%) সম্পদ। ২০০০ সালেও শীর্ষ এক শতাংশ ধনীর হাতে ছিল ৪৫ দশমিক ৫ ভাগ সম্পদ। এসময়কালে ৫ কোটি ডলারের উপরে সম্পদ রয়েছে এমন ধনীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে। বিশ্বের পূর্ণবয়স্ক অর্ধেক মানুষের হাতে রয়েছে মোট সম্পদের মাত্র ১ শতাংশ। ধনী-গরীবের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায় শীর্ষ ১০ শতাংশ ধনীর হাতে রয়েছে ৮৮ ভাগ সম্পদ। ২০০৮ সালে বিশ্বমন্দা শুরুর পর এ বৈষম্য বাড়তে থাকে।
 
সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস রিসার্চ ইন্সটিটিউট (সিএসআরআই) এর গ্লোবাল ওয়েলথ রিপোর্ট অনুযায়ী বিশ্বে মোট সম্পদের আকার রেকর্ড ২৮০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এক দশকে বিশ্বের সম্পদের আকার বেড়েছে প্রায় ২৭ ভাগ। অবশ্য বিশ্বে যে সম্পদ বেড়েছে তার অর্ধেক বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গেলো এক বছরে বিশ্বে সম্পদ বেড়েছে ৬ দশমিক ৪ ভাগ। ২০১২ সালের পর এই সর্বোচ্চ প্রবৃদ্ধি। জনসংখ্যার চেয়ে সম্পদ বেড়েছে বেশি হারে। প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের মাথাপিছু সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৪০ ডলার।

    
সর্বশেষ আপডেট ( শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates