News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৯ নভেম্বর ২০১৭, রবিবার      
মূলপাতা arrow খবর arrow শোক সংবাদঃ
শোক সংবাদঃ প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
বুধবার, ৩০ আগস্ট ২০১৭

গ্রেটার ওয়াশিংটনের বিশিষ্ট সাংবাদিক, লেখক, কবি, সংগঠক ও সমাজ সেবক সুবীর কাশ্মীর পেরেইরার মা সুবাসি ম্যারীয়া রজারিয়  গত ২৭শে আগষ্ট  রবিবার দিন সন্ধ্যায় ঢাকার তেজকুনি পাড়ার নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।  তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চাড়াখলাতে ১৯৪৩ সনের ১১ই আগস্ট জন্মগ্রহণ করেন। নিউজ-বাংলার নিয়মিত লেখক সুবীর কাশ্মীরের মায়ের মৃত্যুতে নিউজ-বাংলা পরিবার শোকাহত। আমরা মরহুমার আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
সর্বশেষ আপডেট ( বুধবার, ৩০ আগস্ট ২০১৭ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

পাঠক পছন্দ

Free Joomla Templates