News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৮ নভেম্বর ২০১৭, শনিবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে তিন বাংলাদেশী নিহত
সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে তিন বাংলাদেশী নিহত প্রিন্ট কর
বর্ণমালা নিউজ:   
মঙ্গলবার, ১৬ মে ২০১৭
 মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের নর্দার্ন স্টেট পার্কওয়েতে তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন। ১৩ মে শনিবার ভোর ৫টায় তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহা সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- রায়হান ইসলাম (২৮), মো. ডি আলম (৬১) ও আতাউর রহমান দুলাল (৩৪)।এ ঘটনায় গুরুতর আহত আল এ, মোল্লাকে (৩৬) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই নিউইয়র্কের কুইন্সের বাসিন্দা। পুলিশ জানায় নিহত রায়হান ইসলাম একর্ড গাড়ীটি চালাচ্ছিলেন। তারা সবাই মিলে লং আইল্যান্ডে তাদের কর্মস্থলে যাবার পথে এই দুর্ঘটনার শিকার হন।
সর্বশেষ আপডেট ( মঙ্গলবার, ১৬ মে ২০১৭ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates