News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৯ অগাস্ট ২০১৭, শনিবার      
২রা এপ্রিল শংকর চক্রবর্তীর মনোজ্ঞ সংগীত সন্ধ্যা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭

আগামী ২রা এপ্রিল  রবিবার  বিকেল চারটায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ কমফোর্ট ইন হোটেলে অনুষ্ঠিত হবে  বরণ্য  নজরুল গীতি, গজল এবং হারানো দিনের আধুনিক বাংলা গানের গুনী  শিল্পী  শংকর চক্রবর্তীর একক  সংগীতানুষ্ঠান। সঙ্গত আর সংগীতের অসাধারণ ঐকতানে শংকর চক্রবর্তীর এই মনোজ্ঞ সংগীতের আসরটি  বেশ বৈচিত্র্যপূর্ণ ভাবে সাজানো হচ্ছে। দর্শক শ্রোতারা দারুন ভাবে উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে। শংকর চক্রবর্তী প্রায় তিন দশক ধরে নজরুলসংগীত চর্চা করে আসছেন। বাংলাদেশে বর্নাঢ্য সংগীত জীবনের পর বর্তমানে টরন্টো সহ প্রবাসে সংগীতের নানা ধারায় আলো ছড়াচ্ছেন।
সঙ্গীতের সুর বৈচিত্র্য ও বৈশিষ্ট্যতে  শংকর চক্রবর্তীর পরিবেশনা হয়ে উঠে অন্যন্য। শুদ্ধ   সঙ্গীত চর্চা করে শঙ্কর দেশে বিদেশে দারুন ভাবে সামাদৃত। গানের প্রতিটি গন্তব্যেই তিনি প্রবেশ করেছেন অনন্য উচ্চতায় ।

শংকর চক্রবর্তীর এই মনোজ্ঞ সংগীত সন্ধ্যাটি আয়োজন করেছে  গ্রেটার ওয়াশিংটন থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ-বাংলা ডট কম এবং তাদের সামাজিক-সাংষ্কৃতিক সংগঠন নিউজ-বাংলা ইঙ্ক।  নিউজ-বাংলার সাথে এই মহতি উদ্যোগে সাপোর্টিং পার্টনার হিসাবে আছে ধ্রুপদ সাংষ্কৃতিক গোষ্ঠী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)।
সর্বশেষ আপডেট ( সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ )
 
পরে >
Free Joomla Templates