News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৬ জানুয়ারী ২০১৮, মঙ্গলবার      
মূলপাতা
দশমী প্রিন্ট কর
শুভজিৎ বসাক, কলকাতা   
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬

দুর্গা,এই নামটার সাথেই জড়িয়ে আছে একটা আবেগ,
দুর্গা,এই নামটার সাথে মিশে আছে অনেকগুলো হাসিমুখ।
পূজো শেষ,এবার উমা দেবে কৈলাস পাড়ি, নীলকন্ঠ উড়ে গিয়েছে মহাদেবকে খবর দিতে-
উমা এই বেরোলো বলে!
দুর্গা বেরিয়ে গিয়েছে,
সে শহর ছেড়ে গাঁয়ের পথ ধরেছে,
একে একে কাশেরা সব মাথা নুঁইয়ে দিয়েছে,
যারা বোধনেও আনন্দে করেছে মাথা তুলে।
সাদা শিউলি হাওয়ায় এসে লাল হয়েছে,
গাছটা ফাঁকা,
মাটিতে মৃত শিউলিরা আছে পড়ে।
পাঁকে সব পদ্ম শেষ পূজোর পরে,
আকাশভরা সাদা মেঘ উড়ে গেল কোন দেশে,
শরৎশোভা শেষ হল শারদীয়া শেষ হতেই।
দেবীর চোখ জলে ভাসে,
প্রকৃতিকে রিক্ত করে সে চলেছে শিবের বাড়ি।
সবার মন বলছে শোনো,
“আসিস উমা তাড়াতাড়ি”।
সর্বশেষ আপডেট ( মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬ )
 

Add comment


Security code
Refresh

পরে >

লগইন বক্স


পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.
 
  

 DETAILS 

 

 Details

Details 

Details 

 Click here for details

 

 Details 

  Details

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 অন্যান্য পত্রিকা 


 

 

বাচিক শিল্পী কাজী আরিফের সাথে একটি অনন্য সন্ধ্যা


আমেরিকাতে এখন গ্রীষ্মের শেষ লগ্ন। হেমন্তের (ফল)এর আগমনীর প্রাক্কালে সেদিনের অপরাহ্নটি ছিল সিগ্ধ শ্যামল। গত ১১ই সেপ্টেম্বরের  এমনি এক সোনালী রোদেলা বিকেলে
ভার্জিনিয়া রাজ্যের  স্টারলিংস্থ সিনিয়র সিটিজেন সেন্টারে অনুষ্ঠিত হল দেশ বরণ্য আবৃত্তি শিল্পী কাজী আরিফের আবৃত্তি সন্ধ্যা।

বিস্তারিত ...
 

২রা এপ্রিল শংকর চক্রবর্তীর মনোজ্ঞ সংগীত সন্ধ্যা


আগামী ২রা এপ্রিল  রবিবার  বিকেল চারটায় ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ কমফোর্ট ইন হোটেলে অনুষ্ঠিত হবে  বরণ্য  নজরুল গীতি, গজল এবং হারানো দিনের আধুনিক বাংলা গানের গুনী  শিল্পী  শংকর চক্রবর্তীর একক  সংগীতানুষ্ঠান। সঙ্গত আর সংগীতের অসাধারণ ঐকতানে শংকর চক্রবর্তীর এই মনোজ্ঞ সংগীতের আসরটি  বেশ বৈচিত্র্যপূর্ণ ভাবে সাজানো হচ্ছে। দর্শক শ্রোতারা দারুন ভাবে উপভোগ করবে বলে আশা করা যাচ্ছে।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

Why do you visit News-Bangla
 
 
Free Joomla Templates