News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার      
নিউইয়র্কে মানবাধিকারকর্মি রতন বড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া প্রিন্ট কর
বাংলা প্রেস ।   
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০১৪
নিউইয়র্ক: নিউইয়র্কের বিশিষ্ট মানবাধিকারকর্মি ও সমাজসেবক রতন বড়ুয়া আর নেই। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের শোক সাগরে ভাসিয়ে গত মঙ্গলবার তিনি চলে গেলেন না ফেরার দেশে। অত্যন্ত ভদ্র ও সদালাপি অসাধারন এ মানুষটির মৃত্যুতে যুক্তরাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। 
গত ১ এপ্রিল মঙ্গলবার ভোর ৬টায় নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধী ক্যান্সারে ভুগছেলিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিন মাদারসা গ্রামে এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি সর্বদাই প্রবাসীদের কল্যানে কাজ করেছেন। প্রবাসীদের যে কোন সমস্যায় তাঁকে সবার আগে ছুটে আসতে দেখা গেছে। মঙ্গলবার সকাল ১১টার পর রতন বড়ুয়ার মৃতদেহ রিচমন্ডহিলের একটি ফিউনারেল সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হবে। আগামী শনিবার পর্যন্ত তাঁর মৃতদেহ সেখানে রাখা হবে। প্রবাসের সকল আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত মানবাধিকার নেতা রতন বড়ুয়ার দেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। রোববারের দিকেই তাঁর জন্যে প্রবাসীদের সার্বজনীন শোকসভা আয়োজিত হতে পারে বলে জানা গেছে। রতন বড়ুয়ার মৃত্যুতে প্রবাসে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৭ জুলাই ২০১৪ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates