News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৯ নভেম্বর ২০১৭, রবিবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow নিউইয়র্কে রাস্তায় সন্তান প্রসব!
নিউইয়র্কে রাস্তায় সন্তান প্রসব! প্রিন্ট কর
সাবেদ সাথী, নিউইয়র্ক থেকে   
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৪
হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় সন্তানের জন্ম দিলেন নিউইয়র্কের এক অন্ত:সত্ত্বা নারী। নিউইয়র্কের আপার ইস্ট সাইড এলাকায় এঘটনাটি ঘটে।
। পথে প্রসববেদনা অনুভুত হলে তিনি নিজ অ্যাপার্টমেন্ট থেকে হাসপাতাল যাবার জন্য ইস্ট সিক্সটি এইটথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর সংযোগস্থলে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। যুক্তরাজ্যের ৩৯ বছর বয়সী পলি ম্যাককোর্টের গর্ভ থেকে জন্ম নেয় এক ফুটফুটে শিশুকন্যা। ঘটনা বুঝতে পেরে পথচারীরা তাৎক্ষণিক নিজেদের পোশাক ও কাপড়-চোপড় দিয়ে উষ্ণতার ব্যবস্থা করলেন নবজাতক কন্যাটির। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের লোকজন ছুটে এসে মা ও শিশুকে লেনক্স হাসপাতালে নিয়ে যান। মা ও শিশু উভয়েই এখন সুস্থ রয়েছে বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীর যখন-তখন সন্তান প্রসবের মতো অবস্থা ছিল। একপর্যায়ে গর্ভ থেকে শিশুটির মাথা বেরিয়ে আসতে দেখা গেল। আমরা সবাই মিলে তাঁকে রাস্তায় শুইয়ে দিই। ততক্ষণে শিশুটি পৃথিবীর আলোয় চলে এসেছে।’ পলি ম্যাককোর্ট যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে থাকতেন। তিনি আইরিশ স্বামী সায়ান ম্যাককোর্টের সঙ্গে নিউইয়র্কে থাকেন। বিয়ের পর তাঁরা প্রথমে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরের বাসিন্দা ছিলেন। এই দম্পতির ছয় ও চার বছর বয়সী আরও দুটি সন্তান রয়েছে।
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৭ জুলাই ২০১৪ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

পাঠক পছন্দ

Free Joomla Templates