News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৯ নভেম্বর ২০১৭, রবিবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে প্রকাশ্যে গাঁজা চাষের বৈধতা
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে প্রকাশ্যে গাঁজা চাষের বৈধতা প্রিন্ট কর
সাবেদ সাথী, ব্যুরো চিফ   
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০১৪
 নিউইংল্যান্ড থেকে: যুক্তরাষ্ট্রে গাঁজা বিক্রি, সেবন ও প্রদর্শন নিষিদ্ধ হলেও কানেকটিকাট অঙ্গরাজ্যে প্রকাশ্যে গাঁজা চাষাবাদের বৈধতা দেয়া হয়েছে।
চলতি মাসের প্রথম দিকে কলোরাডো অঙ্গরাজ্যে প্রকাশ্যে গাঁজার দোকান খোলার বৈধতার পর দুপুরে কানেকটিকাটের গভর্ণর স্থানীয় সময় মঙ্গলবার তার অঙ্গরাজ্যে গাঁজা চাষাবাদের অনুমতি দেন। কানেকটিকাটের সিমসবুরী, পোর্টল্যান্ড, ওয়েষ্ট হ্যাভেন ও ওয়াটারটাউন শহর এলাকার আবাদী জমিতে প্রকাশ্যে গাঁজা চাষাবাদে কোন প্রকার বাধা থাকবেনা বলে জানিয়েছেন কানেকটিকাট অঙ্গরাজ্যের গভর্ণর ড্যানিয়েল ম্যালয়। শুধুমাত্র লাইসেন্স প্রাপ্তরাই এই গাঁজা চাষে অংশ নিতে পারবে। মুলত চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য ২ হাজার ৬ শত আবেদনকারীর মধ্যে ৪টি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হয়। ওয়েষ্ট হ্যাভেনের অ্যাডভান্স গ্রো ল্যাবস, পোর্টল্যান্ডের কানেকটিকাট ফার্মাসিউটিক্যাল সলিউশন, সিমসবুরীর কিউরালীফ ও ওয়াটারটাউনের থেরাপ্লান্ট নামের এ ৪টি প্রতিষ্ঠান গাঁজা চাষাবাদ করার অনুমতি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রায় ১০টি অঙ্গরাজ্যে গাঁজা সেবনের অনুমতি থাকলেও কলোরাডো অঙ্গরাজ্য প্রথম প্রকাশ্যে গাঁজার দোকান খোলার বৈধতা পায়।
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৭ জুলাই ২০১৪ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

পাঠক পছন্দ

Free Joomla Templates