News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৯ নভেম্বর ২০১৭, রবিবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow মেট্রো ওয়াশিংটনে শুভ বড়দিনের সামাজিকতা
মেট্রো ওয়াশিংটনে শুভ বড়দিনের সামাজিকতা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩

 উৎসব-আনন্দ আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল ২৫ ডিসেম্বর  যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটনসহ সর্বত্র পালিত হল  খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যিশুখ্রিস্টের জন্মতিথিতে প্রবাসী বাংগালী  খ্রিস্টান সম্প্রদায়ের ঘরে ঘরে লেগেছিল উৎসবের ছোঁয়া।

 

বিশেষ খ্রিস্টজাগ, প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে দেশ-বিদেশের গির্জাগুলোতে বড়দিনের আনুষ্ঠানিকতা পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো মেট্রো ওয়াশিংটনের বাংলাদেশী বাংগালী খ্রিস্টান সম্প্রদায় উৎসব, আনন্দ আর উপাসনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। আর এই উৎসবে যোগ দিয়ে বাংগালী মুসলমান সম্প্রদায় ধর্মীয় সম্প্রীতির এক মিলন মোহনায় মিলিত হয় । এ যেন এক উৎসবের বর্ণিল প্রতিযোগিতা। গির্জাগুলোর পাশাপাশি বাড়ি বাড়ি ‘ক্রিসমাস ট্রি’ সাজিয়ে, কেক কেটে ও মোমবাতি জ্বালিয়ে এবং বাড়ির আংগিনায় আলোক সজ্জা করে দিবসটিকে করে তোলে আরো আলোকিত। অনেকেই যিশুখ্রিস্টের জন্ম তীর্থ বেথলেহেমের সেই গরিব কাঠুরের গোয়াল ঘরের আদলে প্রতীকী গোশালা বানিয়ে সেই স্মৃতিকেই ফিরিয়ে আনেন তার ভক্ত অনুসারীরা। সাথে ছিল শিশুদের প্রিয় সান্তাক্লজের আদর আর উপহার সামগ্রী। বড়দিনকে কেন্দ্র করে প্রতিবারের মত এবারো মেট্রো ওয়াশিংটনের পরিচিত মুখ জনাব বেঞ্জামিন, সংগীত শিল্পী দম্পতি ডরথি-রানা, শিল্পী দম্পতি মিতু গনজাভেজ সহ অনেকের বাড়ি্তেই আয়োজন করা হয় ক্রিসমাস পার্টির। বড়দিনের লোভনীয় খাবার , শোভনীয় ক্রিসমাস ট্রি আর বাহারী উপহারের সাথে অফুরন্ত আড্ডায় এক আনন্দ ভুবনে বেশ কিছুটা সময় কেটে যায় অনুষ্ঠানে আগত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের।
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৭ জুলাই ২০১৪ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

পাঠক পছন্দ

Free Joomla Templates