News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৯ নভেম্বর ২০১৭, রবিবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow টরন্টোর মসজিতে কাদের মোল্লার গায়েবানা হতে পারেনি
টরন্টোর মসজিতে কাদের মোল্লার গায়েবানা হতে পারেনি প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৩
ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতিবাদের মুখে টরন্টোর একটি মসজিদে  যুদ্ধাপরাধী কাদের মোল্লার গায়েবানা জানাজা এবং তার জন্য দোয়া অনুষ্ঠানের চেষ্টা ভন্ডুল হয়ে গেছে। আমির চৌধুরী নামের একজন মুসুল্লীর নেতৃত্বে কাদের মোল্লার গায়েবানা জানাজার চেষ্টা ভন্ডুল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার টরন্টোর সালাহউদ্দিন ইসলামিক সেন্টারে জুম্মার নামাজের পর।
এ ব্যাপারে আমির চৌধুরী জানান, গত শুক্রবার জুমার নামাজের খুদবা পাঠের পর সালাহউদ্দিন ইসলামিক সেন্টারের ইমাম ঘোষনা দেন, বাংলাদেশে ফাসির দন্ডে দন্ডিত হয়ে মৃত্যুবরনকারী কাদের মোল্লার গায়েবানা জানাজা অনুষ্ঠানের জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে। জুমার ফরজ নামাজের পর গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলেও তিনি ঘোষনা দেন। এ সময় মুসুল্লী আমির চৌধুরী এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,কাদের মোল্লা একজন কুখ্যাত অপরাধী। এইখানে তার গায়েবানা জানাজা হতে পারে না। এ সময় তার আশপাশ থেকে আরো কয়েকজন মুসুল্লী দাড়িয়ে তীব্রভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠানের বিরোধীতা করতে থাকেন। মুসুল্লীদের তীব্র প্রতিক্রিয়া এবং আপত্তির মুখে ইমাম গায়েবানা জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্ত বাতিল করে দেন। শেষ পর্যন্ত আর গায়েবানা জানাজা বা কাদের মোল্লার জন্য কোনো ধরনের দোয়া হতে পারে নি।
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৭ জুলাই ২০১৪ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

পাঠক পছন্দ

Free Joomla Templates