News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৭ জানুয়ারী ২০১৮, বুধবার      
বোস্টনের হার্ভার্ড স্কোয়ারে বিএনপির বিক্ষোভ প্রিন্ট কর
সাবেদ সাথী, ব্যুরো চিফ   
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
নিউইংল্যান্ড থেকে: নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিসহ কেন্দ্রিয় বিরোধীদলীয় নেতা-কর্মিদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদ গত শনিবার বিকেলে ক্যামব্রিজের বিশ্বখ্যাত হার্ভার্ড স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করে নিউইংল্যান্ড বিএনপি।
বোস্টনের উপশহর ক্যামব্রিজের বিশ্বখ্যাত হার্ভার্ড স্কোয়ারে গত ২৩ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উক্ত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, লোক দেখানো সর্বদলীয় মন্ত্রী পরিষদ কিংবা একদলীয় সরকারের অধীনে কোন নির্বাচন বিএনপিসহ ১৮ দল মেনে নেবে না। বাংলার মানুষ যে কোন মুল্যে এই পাতানো নির্বাচনকে প্রতিহত করবে। সমাবেশে বিএনপির কেন্দ্রিয় ৫ নেতাসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মিদের মুক্তিরও দাবি জানানো হয়। এসময় ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি’, ‘এই মুহুর্তে দরকার তত্বাবধায়ক সরকার’, ‘শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ’ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে হার্ভার্ড স্কোয়ার। রাস্তায় চলাচলরত ভিন দেশীয় নাগরিকরা এই বিক্ষোভ সমাবেশ দেখে থমকে দাঁড়ায় এবং তা উপভোগ করে। অনেকেই কৌতুহলী হয়ে জানতে চান সমাবেশের কারন। হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে নিউইংল্যান্ড বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মিরা উক্ত সমাবেশে যোগ দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নিউইংল্যান্ড বিএনপির সভাপতি কাজী নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, সাধারন সম্পাদক সোহরাব খান, সহ-সাধারন সম্পাদক আবুল বশর, সহ-সাধারন সম্পাদক মনসুর হায়দার, উপদেষ্টা তারেক আহমেদ রুবেন ও বিদেশি নাগরিকদের মধ্যে বক্তব্য দেন মি. রাসেল ফিগ ও ন্যান্সি হোয়াইট প্রমুখ।
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৭ জুলাই ২০১৪ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates