News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৭ জানুয়ারী ২০১৮, বুধবার      
"শুভ থ্যাংক্স গিভিং ডে" প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
 
গতকাল ২৮শে নভেম্বর বৃহস্পরিবার আমেরিকার থ্যাংক্স গিভিং ডে উদযাপিত হয়। প্রতি বছরের মাসের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এই দিনটি সরকারী ভাবে উদযাপন করা হয়।
বিভিন্ন চড়াই উৎরাই এর পরে ১৬২১ সালের এক হেমন্তে, আমেরিকার আদি জনগোষ্ঠির সাথে প্রধানত ইংল্যান্ড থেকে আগত যাজকদের এক শুভ সন্ধিক্ষনে পরস্পরের মধ্যে উৎপাদিত শষ্য এবং পন্য বিনিময়ের মধ্য দিয়ে "থ্যাংক্স গিভিং" উৎসবের সূত্রপাত ঘটে। তারই ধারাবাহিকতায় ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেদিনের সেই বন্ধুত্ব এবং শান্তির অমেয়বানী আমেরিকা বাসীদের অন্তরে পরশ বুলিয়ে দিতে রাস্ট্রীয় ভাবে এই দিনটিকে - থ্যাংকস গিভিং হলি ডে হিসাবে ঘোষনা করেন। সেই থেকে প্রতি বছর বন্ধুত্ব এবং সংহতি প্রকাশের এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় বরনীয় করে তুলতে নানা আয়োজনে মেতে উঠে সমগ্র উত্তর আমেরিকা। দিনটি আমেরিকায় সরকারী ছুটির দিন। মুলধারার অন্য সব উৎসবের তুলনায় ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন এই থ্যাংকস গিভিং উৎসবই অন্যান্য জাতি সত্তার মত বাংলাদেশী বাংগালী কমিউনিটিতে একটি আনন্দ মুখর পরিবেশ বিরাজ করে। মুলধারার পাশাপাশি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী বাংগালীরাও পারিবারিক কিংবা সামাজিক বলয়ে পারস্পরিক প্রীতি বন্ধন আর সৌহাদ্যের স্পর্শে এই উৎসবে নিজেদের সম্পৃক্ত করে।
সর্বশেষ আপডেট ( সোমবার, ০৭ জুলাই ২০১৪ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates