News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

১৮ ডিসেম্বর ২০১৭, সোমবার      
মন্ট্রিয়ল ফোবানা সমাচার প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩

কানাডার মন্ট্রিয়ল অনুষ্ঠিত হচ্ছে   ঘন্ডিত ফোবানা সম্মেলন।   আগামী ৩১ আগাষ্ট ও ১লা সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফোবানার  এই অংশের গত বছর অত্যন্ত দুর্বল এবং ম্রিয়মাণ ফোবানা সম্মেলনের পর এবারের সম্মেলন  তার  ঔজ্জ্বল্যতা ফিরে পাবে বলে  কনভেনার এজাজ আকতার তৌফিক।

 তিনি বলেন গোটা সম্মেলন জুড়েই থাকছে আনন্দ-উল্লাস, ভোগ আর উপভোগ। ইন্ডিয়ার বিখ্যাত সুকল্যান ড্যান্স গ্রুপ  অংশগ্রহণ করবে   উদ্ভোধনী অনুষ্ঠানে।  আসছেন বাংলা গানের মমতাজ। আসছে  বাংলা সঙ্গীতের ব্যান্ড মাইলস। আরো থাকছে  ইন্ডিয়ার সারেগামাপা চ্যাম্পিয়ন দেবজিত।  থাকছে বেশ ক’টি সেমিনার, সেমিনারে অংশ নেবেন মাদকবিরোধী অন্যমত সংগঠক ডা. অরুপ রতন চৌধুরী। শিশু-কিশোর ট্যালেন্ট শো, ফোবানা আইডল, ফ্যাশন-শো,  নাটক ইত্যাদি। তবে এই ঘন্ডিত ফোবানাতে কোণ দূতাবাসের রাষ্ট্রদূতরাই অংশ নিচ্ছে না। কানাডা, ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক মিশনের রাষ্ট্রদূতরা মূল ফোবানাতে অংশ নিচ্ছে। তাই সচেতন প্রবাসীদের প্রত্যাশা, ঘন্ডিত ফোবানার এটাই শেষ আসর হউক। সবাই ফিরে আসুক ফোবানার মূল মঞ্চে। আশা করি ফোবানার এই ধারাকে মূলধারায় ফিরিয়ে নিতে যে প্রচেষ্টা চলছে সেটা সাফল্যের মুখ দেখুক। আমরা চাই ২০১৪ সালে  ঐক্যবদ্ধ একটি ফোবানার একটি বাংলাদেশ সম্মেলন।

 

সর্বশেষ আপডেট ( বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates